কত শত বাধা-বিঘ্নতা পেরিয়ে
এসেছি ক্লান্তি লগ্নে,
কত সুখ হাসি কষ্টকে ফাঁকি দিয়ে
চলে এসেছি বয়সের চূড়ান্ত ক্ষনে।


টগবগে তাজা লাল রক্ত ছিল
দেহের উর্দ্ধ থেকে নিন্মে,
কালের পরিক্রমায় তা ইতিহাস হল
বয়সের ভারে  এ দেহ পড়েছে ভেঙ্গে।


এমনও হয়েছে; উঁচু পাহাড়ের চূড়ায়
দুই দৌড়ে উঠে যেতাম, নামতাম এক দৌড়ে,
আজ একি হল! বারান্দার জানালার গ্রিল ধরে
নেই গায়ে বল, যেন শিল সারা শরীর জুড়ে।


ভাবতাম, করব আজ এটা, নিমিষেই সেটা হত
আলস্যতা ছিল না গায়,
আজ দেহ গেছে ভেঙ্গে, অতীতকে ডেঙ্গে
কোন কাজ করা হল দায়।


খেয়েছি কখন আর নেয়েছিবা কখন
কে জানতো সে কথা,
আজ মৃত্যুর পূর্বক্ষনে, ভেবে আনমনে
চোখে আসে জল, মনে লাগে ব্যথা।


জানি এরকমই হয়, এটাই হওয়ার
এটাই সময়ের ধর্ম,
তবে সবই হবে ঠিক, তার জন্য চাই
আবার একটি জন্ম।