বলো কার কাছে করি আমি নালিশ ?
পুলিশ !
নির্দোষকে দোষী ওরা বানায়  অহর্নিষ,
কারন ওরা খবিশ !

দেখি, যত চোর-বাটপার আর ধর্ষক
সবই এক !
একই সাথে চলাচল, পুলিশ আর চোর এক,
টাকা পেলে ঠিকঠাক!

ফেন্সী আর ইয়াবা, হয় কত উদ্ধার
খোজ রাখে কেবা তার ?
ভাগ-বাটোয়ারা করে যতনে তা রাখে আর
সুকৌশলে সেটা আমাদের  পকেটে করে পাচার!

নিরীহ, বেচারা প্রানী, মানুষের কথাই বলছি,
সারাক্ষন, দিনরাত ভয়ে ভয়ে  চলছি
বাঘে ছুলে আঠারো ঘা আর চল্লিশ পুলিশে !
শত্রুর কি প্রয়োজন, তারা যদি থাকে পাশে।

কবিতা আর গানে শুনি, মানুষ মানুষের জন্য
ওসব কিছুইনা, হয়ে গেছি আজ থানার পণ্য!
থানা আর ফাঁড়িগুলো আজ লোকে লোকারন্য
শুনি, আমাদের সেবা করে ওরা নাকি ধন্য ।

ধরে পুলিশ, ছাড়ে পুলিশ, পুলিশে কি মারেনা?
টাকা পেলে ছেড়ে দিতে দেরী কভূ করে না।
টাকা যত ভারী হবে ছাড়া পাবে সবজনে,
টাকাগুলো বসে বসে নিজে ওসি সাব গুনে !