আশাহত হয়ে,তবুও আশা নিয়ে
তোমাকে পাওয়ার আশায়,
মনে আশা নিয়ে,হ্যাঁ আশা মনে নিয়ে
যাব তোমাতে মিলিয়ে সে আশায়।


অশার পালে হাওয়া দিলে কেন তুমি ?
বড় আশা সে বিষয়টা জানতে,
ভেঙ্গে মোর আশা খুশি নাকি তুমি?
নাকি আশা রাখো শুধু অন্যের মন ভাঙ্গতে।


ছিল জোৎস্না স্নানে মন ভেজানোর আশা
অমাবস্যায় হল সে আশায় গুড়েবালি,
তবুও মনেতে সে আশা আজও ভাসা ভাসা
জোৎস্না !সে আশাতো পরে,নদীতেও দেখি চোরাবালি।


একদা মনের গভীরে আশা পুষে রাখতাম
তখন আশার যৌবনকাল ছিল বটে,
এখন ভাবি অতীতে কি আশা করতাম
কত আশার বাণী ভেসে ওঠে মনের স্মৃতিপটে।