কেউ বলে বাঁশ দিলো কেউ বলে খাম্বা
লাফালাফি করে তারা করে হাম্বা হাম্বা
পা চাটা চাটুকার ঘোড়ে তার পাশেতে
ওদের আর দোষ কি সেও বা কম কিসে !


চাটার দল চেটে যায়, চাটে খোল্লাম খুল্লি
যাকে চাটে সেওতো চাটে গিয়ে দিল্লী !
চাটাচাটির এই খেলায় লাগে বড় মজারে
চাটিতে পারেনা যারা, তারা পায় সাজারে!


ছিল সামান্য বিদ্যুৎ আমাদের এ দেশে
বাাড়াতে হবে যে তা,এ কথাটা কে বুঝে
বুঝেছিল এ দেশের ভবিষ্যতের প্রধান
নাম  হল;- তার নাম তারেক রহমান।


পাত্র বিনে কখনও কোথাও যায় না রাখা জল
খাম্বা বিনে কিভাবে বিদ্যুৎ দেয়া যায় বল?
খাম্বা খাম্বা করে জীবনের বেলা শেষ
লাভ কি হল তাতে, পেলি কি কিছু বিশেষ!


না হয় খাম্বা তোদের গেল জলে তলিয়ে
বিদ্যুতের বড় বড় কেন্দ্র গেল কোথা হারিয়ে
মেগা ওয়াট, কিলো ওয়াট,শুনি কথার ভেল্কি
ছিল যা, খেয়ে শেষ, কি খাবি তুই কালকে।


রুপপুরের রুপ নাই ,পায়রা গেছে উড়ে
তাই বুঝি বিদ্যুৎ এখন আর থাকেনা ঘরে!
গ্রাহকের বিল বাকী, লাইন কাটো হরদম
কয়লা নেই তোমার, টাকা কি দিয়েছি কম ?