দিন যায় দিন আসে, চলে যায় দিন
দিন শেষে বেড়ে যায় তার প্রতি ঋন,
দিনে দিনে চলে যায় স্মৃতি কত কথা
গত দিন মনে করে হৃদয়ে লাগে ব্যথা।


চৈত্র দিনে লাগে চৈতালী হাওয়া গায়
কাঠফাটা রৌদ্র দিনে বাতাসে কি গা জুড়ায়?
আষাঢ় বাদল দিনে বর্ষারা যেন কাঁদে
কুয়ো খালে এই দিনে ব্যাঙ শুধু গায়-নাচে।


দিনে দিনে বেলা শেষ, বেলা বুঝি আর নাই
আষাঢ় ও শ্রাবন দিনে অঝোরে তাই কেঁদে যাই,
ভাবি রাতে, নয়তো দিনে,ভাবি চক্ষু মুদিয়া
সময় গেলো দিনের আলোয় পাইনা তারে খুঁজিয়া।


অনেক সময় শেষ করেছি বাকি শুধু অন্তিম দিন
সে দিনের অপেক্ষাতে আমি আছি ঘরে অন্তরিন,
ভূলে ভূলে শেষ করেছি  দিনের প্রথম ভাগের প্রহর
কিভাবে যে শেষ হলো দিন পাইনা খুঁজে কারন।