বিদ্রোহী কবিতা পারি নাতো লিখতে
নই আমি নজরুল ইসলাম!
জন্মেছি ভাই আমি বিদ্রোহ দেখতে
তবুওনা বিদ্রোহ করলাম।


ভাবিতে ভাবিতে চুল হয়ে গেল সাদা
নই আমি রবীন্দ্রনাথ!
নিয়তির সাতপাকে পড়ে যাই বাধা,
ভাগ্যের সাথে তাই মিলিয়েছি হাত।


হিমুর বিয়েতে আমি পাইনি দাওয়াত
হুমায়ুন হতে পারিনি আজও !
তবুও মনেতে আশা আসবে সেই রাত
আমার বিয়ের ফুল ফোটেনি আজও।


শামসুর রহমান হতে বড় আশা
লিখব “আজব শহর ঢাকা”!
ভেবে মনের আশা দিয়ে বেধেঁছিলাম বাসা
নিজের ভেতরটাই ফাকা।


পল্লীর কোল ঘেঁষে,পল্লীকে ভালবেসে
হব আমি কবি জসিম উদ্দিন !
বিলের ধারেতে  এসে,জলের পাড়েতে বসে
লিখব নকশীকাঁথা রাতদিন।


আজও হতে পারিনি জীবনানন্দ,
তাই  কখনও ভাবিনি নাটোরের কথা!
নিজের সাথেই বেধে যায় দ্বন্দ্ব
আজও বুঝিনি বনলতার ব্যথা।


আমি হতে চাই ফররুখ আহমদ
জাগাবো ইসলামী জনতা!
রাখবোনা জাতীগত ভেদাভেদ
ভাইয়ে ভাইয়ে গড়বো একতা।