স্থান নতুন,কাল ও নতুন,
নতুন আমি পাত্র
এখানটাতেই আটকে আছি
আমি নতুন ছাত্র।


আগে বিজ্ঞান পড়াত ম্যাডাম
অরুন্ধতি রায়,
এখন অংক কষাতে স্যারের
পিলে চমকে যায়!


ক্লাশে ভূল করিলে টুলে তুলে
দাড় করাতো স্যারে,
এখন মারবে কি আর স্যারে
সবাই স্যারকে ধরেই মারে।


এখন শিক্ষক যেমন,ছাত্র তেমন
এমনই তাদের শিক্ষা,
মানহীন এই শিক্ষায়
ওদের ভবিষ্যত ভিক্ষায়।


আমার আহ্লাদে গা জ্বলে
ওরা কেমন করে বলে
সমাজ থেকে চিরতরে
আধাঁর দেব তুলে !


তবুও চাকরী হচ্ছে ওদের
ওরা গর্ব নাকি মোদের!
ওদের পরম হাতের ছোয়ায়!
দেশ যাচ্ছে দেখ গোল্লায়।


আমি দোষ দেবনা কারও
দোষ খানিকটা আমারও,
কেন এত কিছু দেখে
আমি মুখটি রাখি ঢেকে ?