কথা ছিল মানুষ হব ! ধ্যাত
যতসব আজগুবি কথার ঢং,
জন্ম সূত্রেইতো মানুষ হয়েছি
আছে হাত,পা মাথা, সাথে প্রশান্তিদায়ক অঙ্গ।


কথা ছিল মানুষ হব ! আমি
বারবার কেন একই কথা শুনি,
মানুষতো হয়েছি সেই কবে থেকে
যেদিন প্রতিবেশির জমি দখলে নিয়ে নিজে শষ্য বুনি।


কথা ছিল মানুষ হব ! কেন
দেখেও কি দেখোনা,শোনোনা বয়ান?
আমি সহাবস্থান করি কাদের সাথে জানো?
সমাজের ধর্ষক,চোর,ঋনখেলাপী, ওরা জাতীর শ্রেষ্ঠ সন্তান !


কথা ছিল মানুষ হব ! শুনছ
নিজের আখের গোছাতে আমি পটু,
অন্যের স্বার্থ নষ্ট হবে হোক
আমি ফুলে ফেপে বাড় বাড়ন্ত হচ্ছি, এইতো।


কথা ছিল মানুষ হব ! ব্যাংকের
টাকাগুলো খাব ভেবে থালার অন্ন
দেশ যায় যাকনা মহা গোল্লায়
উন্নতিতে তোমরা কেন জ্বলো আমার জন্য।