সমাজ নামক এক আজব নৌকা ভাসমান
আছি সকলে  যাত্রী হয়ে নিত্য,
আমরা নর-নারী দুই প্রজাতি
করি একে অন্যের পরিপূর্ন চিত্ত।


ন্যায়ের সাথে অন্যায় আছে আদি থেকে অদ্য
ভালোর সাথে মন্দ থাকাও স্বাভাবিক,
বৈধ সাথী বেহেশতী তুল্য মান্য
অবৈধতে সুখ থাকে স্বল্প, ক্ষনিক।


নিষিদ্ধ সুখের আশায় নিশি কন্যার দ্বারে
কামের তাড়নায় পুরুষ তুমি যাও কিনা ?
নারী, তুমিও ভেবে দেখ পড়ে কিনা মনে
নিজের সাধ মিটিয়েছ তুমি,আপন মানুষ বিনা !


রাতের আধাঁরে, কে যে কার ঘরে ঢোকে
কেউ না দেখুক, নিজের বিবেক কি দেখে না ?
নিজের তনু অপরে ভোগ করে !
বিশেষ ক্ষনে নিজের সঙ্গীকে কি মনে পড়েনা?


আজ পরকীয়ার বলি হচ্ছে সভ্য সমাজ
কার ঘরে আজ কার সন্তান জন্মে !
কোলে তুলে তুমি করছ যাকে আদর
হয়ত,তোমার ঘরে চাষ করেছে অন্যে।