কবিতাঃ বিচার
লেখকঃহোসাইনুর রহমান সাগর


হাজারো পাপীর হয় না বিচার
এ দেশের মাটিতে,,,,,
হবে কি বিচার গরিবের
উপর করা অত্যাচারিদের ।


তবে কি হবে না বিচার
গরিবের অর্থ শোষন করা দালালের,,,,,
হবে কি বিচার এ দেশের মাটিতে
ধর্মের বিরোধিতা করা নাস্তিকের ।


তবে কি হবে না বিচার
রাষ্ট্রীয় সম্পদ বাপের মনে করা ব্যক্তিদের,,,,,
হবে কি বিচার এ দেশের মাটিতে
শতো নারীর ইজ্জত লুটে নেয়া ধর্ষনকারীদের।


তবে কি হবে না বিচার পিতার মতো
মানুষের গায়ে হাত তোলা মানুষের,,,,,,,
তবে কি আসলেই হবে না বিচার
ডাক্তারের নামে ঐসকল কষাইদের,,,,,,,


তবে কি হবে না বিচার
ক্ষমতার বড়াই করা অত্যাচারিদের,,,,,
বিচার হবে কি এ দেশের মাটিতে
মানুষের হক নষ্ট করা ব্যক্তিদের ।


যদি হতো বিচার এদেশের মাটিতে
ঐ সমস্ত কুলাঙ্গারদের,,,,,,
তবে  ফিরে পেত মুখে হাসি
এ দেশের শতো শতো অসহায় মানুষের ।


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,