কবিতাঃ বন্ধু
লেখকঃহোসাইনুর রহমান সাগর


বন্ধু মানে হাজার মাইল
পথ পেরিয়ে একসাথে পথোচলা,,,
বন্ধু মানে হাজার বিকেল
একসাথে ঘুরতে যাওয়া ।


বন্ধু মানে একটু খুনসুটি
আরো রয়েছে বায়না-ধরা,,,,,
বন্ধু মানে নিজের মনের
সবকথা তাকে প্রকাশ করা ।


বন্ধু মানে গ্রামের মাঠে
একসাথে করা খেলাধুলা,,,,,
বন্ধু মানে আত্মার বন্ধন
আর একসাথে বেচে থাকা  ।


বন্ধু মানে মায়ার বাধন
লেখাপড়া জীবন একিসাথে পার করা,,,,,,
বন্ধু মানে নিজের থেকেও
তাকে বিশ্বাস করা ।


বন্ধু মানে তার ভিতর
নিজেকে খুজে নেয়া,,,,
বন্ধু মানে নিজের অধিকার
তার উপর চাপিয়ে দেয়া,,,,,,,,।