কবিতাঃ লেখাপড়ার মূল্য
লেখকঃ হোসাইনুর রহমান সাগর


সেই ছেলেবেলা থেকে
পিতার হাতটি ধরিয়া স্কুলে যাওয়া,,,,
কতো অর্থ করিয়া ব্যয়
করিয়াছি শুধু লেখাপড়া।


বছরে বছরে একটি একটি করে
দিয়েছি পাড়ি সেই ক্লাসগুলো,,,,
ভাবিয়াছিলাম জীবন হইবে স্বার্থক যেদিন
পাইবো হাতে লেখাপড়া নামের সার্টিফিকেটগুলো।


তবে ভাবি নাই হইবে বৃথা আমার শতো চেষ্টাগুলো
সরকারি চাকুরিতে সার্টিফিকেটে নেই মূল্য কোনো,,,,
পড়েছিলাম বইয়ে "লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে"
বাস্তবজীবনে চলে উল্টো, তবে কেন বৃথা সেই প্রবাদগুলো,,,,


সার্টিফিকেটের বদলে লাগে শুধুই টাকা
তাও নাকি সরকারি চাকুরীর বেলায়,,,,,,
যদি অর্থের জোরে চাকুরী হয়
তবে পড়ালেখার মূল্য গেল কোথায়?