কবিতাঃ মনুষত্য
লেখকঃ হোসাইনুর রহমান সাগর

কোথাও অন্যায় কোথাও অত্যাচার
করে না কেহ প্রতিবাদ হচ্ছে শুধুই অবিচার,,,,,,
হারিয়ে গেছে আজ মনুষত্য
জাগ্রত হবে কবে মানুষের বিবেকের দ্বার।  


কতো মানুষ রয়েছে উপোষ
কেউ নেয় না কাহারো খোজ,,,
অর্থের জোরে করছে অন্যায়
অত্যাচারিত হয় শতো গরিব রোজ।


অন্যের বুকে মারছে লাথি
কেউ দেয় না আজ কোনো বাধা,,,
মানুষের হৃদয় প্রকম্পিত হচ্ছে
তাও আজ সবাই ভয় নামক শিকলে বাধা।


হাজারো ব্যাস্ততায় ধরেছে ঘিরে
নেয় না কেউ কাহারো খোজ,,,,
জাগ্রত হবে কবে মানুষের বিবেক
করবে কি কেহ অন্যায়ের প্রতিবাদ রোজ।