কবিতাঃ নাটক
লেখকঃহোসাইনুর রহমান সাগর


দুনিয়াটা হচ্ছে নিতান্তই
রংগ মঞ্চ নাটকের খেলা,,,,,,
কেউ করছে নাটক সকাল-দুপুর
কেউবা আবার সাঝের বেলা।


মায়েরা করছে নাটক
বুকে কষ্ট,, মুখে হাসির মেলা,,,,,,
হাজারো কষ্টের মাঝে
করেনি সন্তানরে হেলা।


ছিলো না অর্থ কাছে
দিতে  করে নি দ্বিধা সন্তানের বেলা,,,,,
ভাবতে অবাক লাগে
বাবারাও করছে নাটকের খেলা।


কেউবা আবার করছে নাটক
অপরের সম্পদ ভোগের বেলা,,,,,,
কোথাও আবার হচ্ছে নাটক
করছে গরিবরে    হেলা,,,,,,


কোথাও বা হচ্ছে নাটক
করছে মন নিয়ে খেলা,,,,,
যেদিকে তাকাই হয় যেন মনে
দুনিয়াটা  রংগ মঞ্চের মেলা,,,,,,,।


,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,সমাপ্তি,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,