কবিতাঃ অসহায় গরিব
লেখকঃ হোসাইনুর রহমান সাগর


ওরা দূর্বল ওদের নেই ক্ষমতা
ওরা অসহায় ওদের নেই কেউ,,,,,
ওরা অত্যাচারিত ওদের নেই অর্থ
ওরা শোষিত ওদের মাথা নিচু তাই।


ওরা ভুক্তভোগী ওরা অভাবী
ওরা অধিনস্ত ওরা দূর্বল,,,
ওরা মার খায় ওদের শক্তি নেই বলে
হ্যা এরাই নিম্ন আয়ের অসহায় গরিব।


অন্তর ফেটে যায় তাও ফোটে না তাদের মুখ
সয়ে যায় নিরবে তবুও করে না এরা প্রতিবাদ,,,
হয় এরা অবহেলিত নেই তাদের কিচ্ছু করার
চোখের জল করিয়া আড়াল মুখে রাখে হাসি,,,,
হ্যা ভাই এদের দোষ এরা কেবল গরিব।