কবিতাঃ প্রবাসী
লেখকঃহোসাইনুর রহমান সাগর


কতো বর্ষা আর কতো রৌদ্দুর
সইব নিরবে কর্ম যে করিতে হবে   ,
এজীবন বড়ই কষ্টের লাগে শুধু অসহায়
মাগো শুধু দেশের কথা যেন মনে পড়ে।


নিজের চাহিদা আমি গেছি ভুলে,,,
সকলের চাহিদা পূরণ করে,,,,,
তারা তো আর জানে না কতো কস্ট পার করে
এখানে বেচে আছি জীবনের সাথে লড়াই করে।


লক্ষ মাইল দূরে আমি আছি যে কিভাবে
নেয় না খোজ কেহ  আছি কি আমি বেচে,,,,,
মাঝে মাঝে শুধুই ভাবি সবাই স্বার্থপরের মতো
আমায় ব্যবহার করছে যে যার মতো করে।


কেউ বোঝেনা এ হৃদয়ের কি যন্ত্রনা,,
হয়তো একদিন বুঝবে তবে সেদিন
রবে না হয়তো জীবনের সময়,,,,,,
আমি ছিলাম তাদের কাছে প্রবাসী
আর হয়তো আমি শুধুই টাকার মেশিন।