কবিতাঃ তৃপ্তি
লেখকঃ হোসাইনুর রহমান সাগর


কেউ তৃপ্তি পায় চায়ের কাপে,,,,
কেউবা আবার পায় সিগারেটের ধোয়ায়,,,,,,
আবার কেউ পায় ধোয়ায়
আবার নাকি বিড়ির নেশায়,,,,,,,
এই তৃপ্তির শেষটা কোথায়,,,,,,


কেউ তৃপ্তি পায় সকালের নাস্তায়
তাও আবার পরোটায়,,,,
কেউ তৃপ্তি পায় নিজ নারীর বেলায়,,,,
আবার কেউ হয় পর নারীর নেশায়,,,,,
এই তৃপ্তির শেষটা কোথায়,,,,,,


কেউ তৃপ্তি পায় স্টেডিয়ামের খেলায়,,,
আবার কেউবা পায় জুয়ার খেলা দাবায়,,,,
আবার কেউবা তৃপ্তি পায়,,,
তাও নাকি বন্ধুদের দেয়া আড্ডায়,,,,
এই তৃপ্তির শেষটা কোথায়,,,,,


কেউ তৃপ্তি পায় ভ্রমনের বেলায়,,,,
কেউবা আবার মোবাইলে সেল্ফি তোলায়,,,,
কেউ তৃপ্তি পায় অনলাইন খেলায়,,,,,
কেউবা আবার তৃপ্তি পায় ছবি আকায়,,,
এই তৃপ্তির শেষটা কোথায়,,,,,,,


কেউ তৃপ্তি পায় খবরের কাগজ উলটায়
কেউবা আবার তৃপ্তি পায় মানুষকে হাসায়,,,,,,
কেউ তৃপ্তি পায় মায়ের হাতের রান্নায়,
কেউবা আবার তৃপ্তি পায় মানুষকে কাদায়,
এই তৃপ্তির শেষটা কোথায়,,,,,,,


অবশেষে সকলের উদ্দেশ্যে জানায়,,,,,
সাত জনম ও যদি যায়,,,,,
সকলের চাহিদা অনুযায়,,,,
এই তৃপ্তির কোন শেষ নাই,,,,,।