বেলায় শেষে নিজেকে খুঁজে বেড়ায় ।
আঁধারে খুঁজে বেড়ায় চলে যাওয়া অতীত ।
সব শেষে একা ,দাঁড়িয়ে পরিশ্রমের খাতায় ।
আপন বয়স একা করে দিবে ,
আপন বয়স বিশ্রামের খাতায় থেকে মুছে যাবে ।
সময় নিঃসঙ্গ করে দিব খুব স্বল্প মুহুর্তে ।
সময় থাকবে , প্রচুর টাকা থাকবে ,
থাকবে না শুধু কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটা বন্ধুমহল।
মানব জীবন খুবই  রহস্য ,
কে কোন বেলায় হারিয়ে যায় চোখের পলকে ।
কাগজের নৌকা ডুবে যায় হঠাৎ করে ।
মানব জীবনের নিঃশ্বাস চলে যায়  হঠাৎ।
বহু জীবন কেটে যাবে একা ,চার কোণে ঘরে ।
বিশাল অট্টালিকা রেখে চলে যায় একা ।