মগ্ন হয়ে চেয়ে থাকি মেঘলা আকাশের দিকে।
বুনো হাঁসের মত ঘর বাঁধার স্বপ্ন দেখি।
হৃদয়ের আক্রান্ত ক্ষত চিহ্ন রয়েছে ।
সে চলে গেল আপন লোকালয় ।
রয়ে গেছে মোর মাঝে কত গল্প।
বহুদিন হয়ে গেছে, খোঁজ পেলাম না।
স্মৃতি টুকু যন্ত্রণা দেয় ভিশন।
এই হৃদয়ের সঞ্চয় করিয়াছি ক্লেশ।
দক্ষিণের কপাটের শব্দ বেজে উঠে ।
ভার্যার স্বরণে হ্নদয়ে ধড়ফড় করে।
এই নির্বোধের মাঝে স্মৃতি হয়ে আছো ।          
     স্মৃতি করুন আর্তচিৎকার বেরিয়ে আসে।
চোখের কোণে অশ্রু ঝরে পড়ে।
তার কোকিল কন্ঠ কানে বেজে উঠে আজ ও।
তুমি নেই,আমি আছি আজ ও।
মাটির উপর ঘাসের সবুজ চকচক করে ।
চার দেওয়ালের ঘর বেঁধেছো,
  ফিরে আসবে না তুমি।
আঁধার রাতে মোর করুন চিৎকার।
হাহাকার করে উঠে মোর বুক ।
  যে হারায়,
     সে বুঝে হারানোর কি যন্ত্রণা ।