তোমায় খুঁজি দিবারাতি
সারা শহর নগরে!
লুকিয়ে রয়েছ কোথায়?
না জানি কার হৃদয়পুরে!
ভেবেছিলাম তোমায় আমার জীবনে,
সবসেরা দামী কোন উপহার
কোন সে ছলে
এলো যে নেমে
বুকে ব্যথার পাহাড়!


গভীর জলে ফেলে তুমি
কোথায় পালালে!
সাতার আমি জানিনা বলে
আমায় ভাসালে
ভেসে ভেসে হয়ে যাই পরিশ্রান্ত
আমি আজ তাই, বড় ভারাক্রান্ত।


কেঁদে কেঁঁদে আজ, শুকিয়ে গেছে
সমুদ্রের যত নোনাজল
আবার যদি পাইগো তোমায়
জুড়াবো গো প্রাণ
জড়িয়ে তোমারো আঁচল।