জীবন কি?
সেটাই জানতে ইচ্ছে করে।
অবিরাম ছুটে চলার নাম কি জীবন?
নাকি ধুকে ধুকে চলার নাম জীবন।
কখনো সুখের সাগরে ভাসবে
নাকি অথৈ স্রোতে ডুবে যাবে।
কেন এই লুকোচুরি, পথভ্রষ্ট।
কেনই বা হাসি
আবার কেন এত কান্না।
তাহলে কি জীবন মরিচীকা।
জীবনের মানে নেই
আছে হতাশার অঝোর বন্যা।
নানা আয়োজনে চেষ্টা করি
একটু থাকতে ভাল,
পাছে লোকে টেনে বলে
কোথায় যাস রে কালো।
কেন কি মোর অপরাধ
ভাল ছাড়া ক্ষতি
কখনো চাইনি কারো?
দেয় অবিরত আমাকে অপবাদ।
ক্ষুদ্র একটা মানুষ আমি
আছে একটা মন
সেই মনে জমে আছে
অবাধ সুখের শ্রাবণ।
চলতি পথে থমকে দাড়াই
কি যেন অজানা স্মৃতি
তাড়া করে সারাক্ষণ
লেখার অজ্ঞ একজন আমি
তবুও আমি লিখি
মনের কথা মনের ব্যাথা
জানাই উল্লিখিত।