একা ভীষণ একা
এই আমি তোমাকে ছাড়া
সর্বত্র আমার জড়িয়ে ছিলে
হটাৎ কোথায় হারিয়ে গেলে
করে আমায় সর্বহারা
কষ্ট আমার হয়েছে সাথী
নেই বলে তুমি,
হয়েছি আজ আমি
নিকশ কালো আঁধারের যাত্রী।


সুনিপুণ কতই না দিন
চলত বয়ে আমাতে তোমাতে
কোন সে ক্ষনে
এলো যে নেমে
কি দারুন সর্বনাশা ঝড়
ঝরে গেল নিমিষেই
করে দিয়ে সব একাকার।


আশা ছিল কতই না মধুর
রজনী কাটাবো সুখে মোরা


হায়! সুখ কে তুমি?
কি তোমার পরিচয়?
কেন এত নিষ্ঠুর তুমি?


আলো-আধার এই ভুবনে
তবে কি সুখ, দেবেনা দেখা
ছন্দ পতন আমার এই জীবনে।