ক্রমশ ফুরিয়ে যাওয়া অক্সিজেন শেষবারের মত কী বোলতে চায়?
পৃথিবীতে অনেক যুদ্ধ?
সব জায়গায় হালালের লাইসেন্স দেয়া-মসজিদ থেকে গীর্জা
রাজনীতির মারপ্যাঁচ মধ্যপ্রাচ্য থেকে অামেরিকা;ক্ষমতাই ঈশ্বর না ঈশ্বরই ক্ষমতা?
ঈশ্বরগণ কখন ঘুমাবেন?
বাতাসে ভালবাসার গন্ধ নাই
অন্ধকারে প্রেমিকার স্তন নাই
সাধুগণ কী বোলবেন?
         কবিতা?
কবিতাও লালসার ঊর্ধ্বে নয়
বলা হবে এখন শীতকাল?
কুয়াঁশায় ঢাকা মন?
শীতকালে চুমু খেতে নেই?
প্রর্থনায় সৃষ্টিকর্তাকে খুঁশি কোরতে নেই?
পৃথিবীতে শীতকাল অাসে যুদ্ধ কমাতে
প্রেমিকার মনে অাসে বঞ্চিত কোরতে; কবিকে
তবুও এ অক্সিজেন ফুরোয় কেন?
কবিতো যুদ্ধ ভালবাসে না
রাজনীতিও বুঝতে চায়না
শুদ্ধতা বোলতে বুঝে প্রেমিকার ওষ্ঠ
   ধ্যান বোলতে প্রমিকার মন
পৃথিবীর নৌকোর ক্ষমতা কতদূর?
অথচ প্রেমিকার ঠোঁটে দিগন্ত চেকে অাসা যায়
ধ্যান কোরে কারো অায়ু বাড়ে?
অথচ প্রেমিকার মনে বাঁচার ইচ্ছা শ্বাসত
যুদ্ধের শ্যাষ কোথায়?
শীতকাল ফুরোবে কবে?
ডেড সিতে কি অার কারো মৃত্যু হবে?
একটু শান্ত পৃথিবী দরকার
একটু সুষম বাতাস দরকার
একটি প্রাণবন্ত সন্ধ্যা দরকার
একটি হাস্যোজ্জ্বল জোৎস্না দরকার
অামি একটু ভ্রমনে বের হবো
হৃদয়ে থাকবে প্রমিকা
চোখে থাকবে মহাসাগর
পৃথিবীর মহাগ্রন্থগুলো এখন অার প্রেমিকার কথা বোলেনা
পৃথিবীর স্নিগ্ধ স্বপ্নগুলো এখন অার প্রেমিকাকে ঘিরে নয়
                    কার দোষ এখানে?
                     কবির না যুদ্ধের?
কবি দুঃখ পোষেন
যুদ্ধ কবিকে হত্যা করেন
যুদ্ধের ময়দানে দুঃখ থাকলে সে যুদ্ধ কবির
যুদ্ধের ময়দানে হতাশা থাকলে সে যুদ্ধ কবির
যুদ্ধের ময়দানে ছলনা থাকলে সে যুদ্ধ কবির
যুদ্ধের ময়দানে প্রেমিকা থাকলে সে যুদ্ধ কবির
                প্রেমিকা কবিকে কী দিয়েছে?
                              দু'টো চুমু
                           অন্ধকারের নেশা?
অাপনারা মানুষ নয় যোদ্ধা হতে শিখুন
পৃথিবীর সকল অন্যায় মানুষের হাত ধরে
মানুষের প্রেমিকা অাছে?
হৃদয়ে সাহারা মরুভূমি অাছে?
চোখে অাছে কি প্রশান্ত মহাসাগর?
প্রেমিকা ছাড়া পৃথিবী বৃথা
দুঃখ ছাড়া প্রেমিকা বৃথা
দুঃখের কোনো বিরতি নেই
প্রেমিকার কোনো রঙ নেই
  নাম অাছে কিনা?
লতিফা?অর্ণিমা?তামান্না?
এগুলো মানুষ ডাকে;
যাদের মনে প্রেম ছিল না
মানুষকে অামি ঘৃণা করি
প্রচন্ড ঘৃণা করি
প্রেমিকার বাবা?
          মা?
প্রেমিকার কেউ থাকতে নেই
প্রেমিকা মানুষ নয়;দেবী
যাকে পূজো না দিলে যাত্রায় অমঙ্গল হয়
যাকে পূজো না দিলে কবিতার অমরত্ব নষ্ট হয়
যাকে পূজো না দিলে হাবিয়ায় যেতে হয়
কে চায় প্রেমিকা ছাড়া স্বর্গে কিংবা নরকে যেতে?
    স্বর্গ  প্রেমিকার জন্য নয়
     নরকও প্রেমিকার জন্য নয়
প্রেমিকার জন্য উত্তম জায়গা কবির মন
যা অাজম্ম তিনি বয়ে বেড়ান
জীবন ও প্রেমিকা/হাওলাদার মুহা.হাসিব
কাশীপুর,বরিশাল।