পদ্মার পাড়ে বসে কান পেতে শুনি
কত ঢেউ আছরে পড়ে তাই আমি গুনি।
ছোট বড় নৌকো নিয়ে জেলে ফেলে জাল
পাড়ে বসে পাই আমি ইলিশের ঘ্রাণ।
জেলেরা সব হোল্লা করে রুপালি ইলিশ পেয়ে
ঈদের আগে ভালো কামাবে হাটে বিকিয়ে,
বসে বসে মজা দেখি,আনন্দ ধরেনা মনে
ইলিশের দাম কমবে এই আশা পেয়ে।
এই খোকা! খোকা!
এই যা মা ডাকছে, এখন তবে আসি
কাল আবার দেখা হচ্ছে পদ্মার পাড়ে বসি।