কত কষ্ট করে, কত পথ পাড়ি দিয়ে
তোমায় নিয়ে সমুদ্রে এলাম
সমুদ্র দেখতে এসে দেখলাম
সমুদ্র উত্তাল, ভয়ানক হয়ে আছে
আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত দেওয়া হয়েছে
অমনি তুমি আমার হাত ধরে টেনে নিয়ে গেলে
সমুদ্রের পাশে থাকলে ক্ষতি হতে পারে তাই
আবার আমি অনেক কষ্ট করে অনেক পথ পাড়ি দিয়ে
তোমায় নিয়ে গেলাম পাহাড়ে
হটাৎ ঝড় শুরু হওয়ায়
আবহাওয়া অধিদপ্তর থেকে বিপদ সংকেত দেওয়া হয়েছে
আবার ও তুমি আমার হাত ধরে টেনে নিয়ে এলে
ক্ষতি হতে পারে তাই
আধুনিক বিশ্ব কেন তাহলে
মনের সমুদ্র
মনের ঝড়
পরিমাপের যন্ত্র বের করে না
তাহলে আমি আমার প্রিয়তমাকে কিনে দিতাম
আর তাকে বলতাম
প্রিয়তমা
একটু আমার মনটা পর্জবেক্ষন করে দেখ
কি চায় আমার মন
কি পেলে আমার মনের সমুদ্র, কি পেলে আমার মনের ঝড়
শান্ত হবে
একটু বোঝ ।