নতুন একটি সংগঠন বানাবো
যেই সংগঠন এর একমাত্র উদ্দেশ্য হবে ভালোবাসা বন্টন
কেউ ভালোবাসা পাবে আর কেউ পাবে না
কেউ একাধিক ভালোবাসা পাবে আর একটু ও পাবে না
এসব হবে না
সব ভালোবাসা সমান ভাবে সবার মাঝে বন্টন করতে হবে
এটাই আমার সংগঠনের উদ্দেশ্য ও একমাত্র দাবি ।
আমার সংগঠন এর হেড অফিস হবে শহরের সবচেয়ে বড় পার্কে
এবং সংগঠনের শাখা অফিস হবে শহরের অন্যান্য পার্ক গুলো
আমার সংগঠনের সদস্য হবে
ভালোবাসা বঞ্চিত ছেলে মেয়েরা
আমার সংগঠনের একমাত্র অস্ত্র হবে কবিতা
কবিতার ভাষা দিয়ে আমারা কাবু করব ওই সব নির্দয় হৃদয়ের মানুশ গুলো কে
আদায় করে নেব ভালোবাসা
আর ভাগ করে দেব সবার মাঝে
সঙ্গগঠন কাওকে স্বপ্ন দেখাব না
এমনকি কাওকে বলব না
যে আমরা তার ভালোবাসা এনে দেব
যার যার ভালোবাসা তাকে তাকে আদায় করতে হবে
আমার সংগঠন শুধু অস্ত্র সরবরাহ করব ।