আমার দাদা ঘুমিয়ে থাকে বটে,
যদি নিজের সৃষ্ট দুনিয়াতে দুর্ঘটনা ঘটে ।
বাঁশুরী আর মিষ্টি হাসি সলভ্ করে দেয় সব ,
শুধু, উঠলে কথা মাখন ননীর একটু কলরব।
দাদার আমার কাহিনী কত,কালিয়া কংশ রাধা,
সহজ কিছু ওকেই বুঝি বাকি গোলক ধাঁধাঁ।
আমার যত রাগ আভিমান সব দাদাকেই বলি
দাদার মতো আমিও নিজের ইচছেমতো চলি।
ওর হাসিতে জগৎ হাসে সবাই ভীষন ভালোবাসে,
আমার কোনো বিপদ হলেই দাদা থাকে আমার পাশে।
সবাই ভাবে সবার মতো দাদাকে নিজের করে,
দাদা শুধুই নিজের  ইচ্ছেয় থাকে আমার ঘরে।
জন্মদিনের প্রতিগ্রহে একটি আরজ  আছে,
সারাজীবন সঙ্গে থেকো যেওনা কারুর কাছে।