এখনো ভাসছে চিলেকোঠা চেনা মুখ,
ভঙ্গুর সব রঙ্গিন স্বপ্নবোনা,
এখনো মিথ্যে খুঁজে চলা জমা সুখ,
সময় স্তব্ধ বসে থাকা দিনগোনা।
এখনো বাকি যে হিসেবের খাতা খোলা,
হয়তো অনেক রাত্রি কাটবে একা,
এখনো চাঁদটা মেঘের আড়ালে ঘোলা,
অনিশ্চয়তা প্রেয়সীকে ফিরে দেখা।
এখনো ফেরেনি কালো বিড়ালটা ঘরে,
কাঁঠাল বাগানে আশ্রয় নেওয়া পাখি,
এখনো চোখটা ঘুরে ফেরে তোর পরে,
দেখবে নীরবে তোর দেওয়া ধোকা ফাঁকি॥