বন্ধুত্ব কেমন যেন এক গাছের মতো।
কখনো যদি প্রচন্ড খরায়
বন্ধুত্বের ক্লোরোফিল নষ্ট হতে থাকে।
তখনই তো বন্ধুই ছুটে আসে,
বৃষ্টি হয়ে নামে সকল বিপদ ঢাকে!
বন্ধুত্বে কণ্টক সহানুভূতি থাকেনা,
থাকে এক ভরসার হাত,
তবেই না নতুন অঙ্কুরোদগমে
বন্ধুই পাশে থাকে,
অক্সিজেন হয়ে শ্বাসবায়ু রাখে
বন্ধুত্ব গাছের মতোই সত্যি,
যদি কোনো ফল হয়,
তবে তার স্বাদ কেউ খোঁজেনা,
জীবনের সব স্বাদ মিলে থাকে এই ফল।
মেটায় জীবন ক্ষুদা বাড়ায় মনের বল।