আছি কিন্তু নিজের প্রয়োজনে, তোমার জন্য নয়।
সূর্য ডোবার পর জাগবোনা ভাবি মনে,
বোকা অন্ধকারের ভয়।
শৈশব ফেলে কৈশোর শেষে যৌবোনে কলরব,
উৎসই ছিলো প্রেমের কাহিনী সব।
চুপকথারা ছবি এঁকে যায় মনে,
বাস্তবতার কঠিন সমাপতনে।
নিঃসঙ্গতা অদূরে দাঁড়িয়ে হাসে,
জেগে রব আমি মিথ্যের বিশ্বাসে।
কোথা থেকে এক উড়ো খবরের রেষ,
থাকো যার যেভাবে থেকেই বেশ,
থাকাটাই বড় কথা,
বৃথাব্যর্থ মনের ব্যাথা।
স্বপ্নভ্রূণ নষ্ট হলেই তুচ্ছ,
ভালোবাসা কেন কষ্টের মতো স্বচ্ছ?
তাই হলে তবু একটা বিষয় ধোঁয়া,
একাকীত্ব বৃথা কেন মেনে নেওয়া?