মনের গভীরে গুমরে থাকা অভিমানী তুফান অপ্রাসঙ্গিক বাস্তবতায় জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তোমার ছবিটা উড়িয়ে নিয়ে গেলো।
হঠাৎ যেন অবচেতনায় একটা কষিয়ে চড়, তুমুল ঝড় সঙ্গে বৃষ্টির আকুলতা আমাকে ছুঁয়ে যাবে,পারেনি পারিনি আমিও,  দুর্ভাগা দুজনেই,
তুমিও জানো আমি কত্তো ভালোবাসি বৃষ্টি।
আজ আমি চারদেওয়ালের মাঝে বন্দী, ভুলে গেছি দিকনির্ণয়, পূর্ব পশ্চিম বুঝিনা আশপাশ উপর নীচ এই পুরো প্ল্যানেটের কিচ্ছুনা ।
যেদিকে তাকাই শুধু তুমি তুমি বিচারবিহীন কাল্পনিক না বাস্তবিক কিচ্ছু বুঝিনা ....
জানো ভেবেছি পুজো করবো রোজ ,
আমার নাস্তিক মানসিকতার পাশ দিয়ে নিন্দুকের উঁকিঝুঁকি পরোয়া নেই আমি মগ্ন হবো আবার কোনো জটিল ভাবনায়।
যদি তুমি অপেক্ষা করো তোমার সরলতায় আমি আবার মিশবো ভেবে
তবে তোমার একাকীত্বতার সঙ্গী হবে আমার ঘরের প্রহরগোনা দেওয়াল ঘড়িটা । ।
ভালো থেকো তুমি । ।