তোমার দিকে তাকিয়ে আমার চোখটা এলো ভরে,
আমার আমি দুঃসাহসিক উঠলো হঠাৎ নড়ে।
বলে ভাঙ্গতে আমি রাজি
তোমার ওষ্ঠশরম বাজী
হারতে আমি রাজি।
যদি তোমার সরলতা চাই দেবে ?
বিনিময়ে যদি স্তব্ধতা দিই নেবে ?
যদি তোমার নরম হাতের কঠিন শ্বাসন হই ?
জানি তার যোগ্য আমি নই ।
তবুও দিলেই নাহয় দুঃসাহসের দাম,
নেতিবাচকেই নিও আমার নাম ।
দুঃখ নেই যদি সরলতা না দাও,
তবে এই শূন্যপাত্র নাও
ফিরিয়ে দাও ভালোবাসায় ভরে।
আমি রাখবো যতন করে ।
যেন অনিচ্ছাতেও কতকিছু বলে ফেলা,
অলস বাঁধন রাত পেরিয়ে হয়ে গেল কতো বেলা।
স্বপ্নেই সব স্বপ্ন গড়ে স্বপ্নেই ভেঙ্গে দেওয়া,
ঘুম ভাঙ্গলেই চোখ মেলে সেই বাস্তব মেনে নেওয়া।
জানি তোমারো সময় কাটে ভিন্ন নিশ্বাসে,
বেঁচে থাকাটাই অভ্যেস সেই মিথ্যের বিশ্বাসে।