অন্তরের ওই ধবংসছবি কেন জানি চোখে ভাসে!
সব বুঝে নির্বোধ নীরবেই ভালোবাসে।
ডুবে যাবে দূকূলেই কিনারায় দুজীবন,
হে মধুসূদন তুমি জুড়ে দাও দুটি মন॥
কেন তুমি করো লীলা ছোটো ছোটো কারণে?
একি সব ছোটো শিশু ভুলে যাবে বারণে ?
দুদিকেই স্পন্দন শোনোনা কি স্পষ্ট ?
আমার বেলাতে কেন মিলাতেই কষ্ট ?