তোর আলতা রাঙ্গা জোড়া পায়ের নূপুর যদি হই?
তবেকি প্রশ্ন রবে কল্পনাতেই বাস্তবে তা নই?
যদি তোর কোমল হাতের চুড়ি হয়ে সাজাই তোরে?
তবেকি প্রশ্ন দিয়ে ভাঙ্গবি আমায় ঘুমের ঘোরে?
যদি তোর চুলের খোঁপায় ফুল হয়ে হই মুখরিত?
তবে কোন প্রশ্নবানে করবি আমায় নির্বাসিত?
যদি তোর ভালোবাসার সিন্দুকের হই নকল চাবি?
তবে কোন প্রশ্ন রবে সরিয়ে আমার সকল দাবী?
যদি ওড়না হয়ে ঢেকে রাখি তোর বুক ভরা যৌবন?
তবে কোন প্রশ্ন দিয়ে ভরবে চোখের কোন?
যদি তোর প্রতীক্ষার হই দীর্ঘ হলুদ বিকেলবেলা?
তাওকি প্রশ্ন নিয়ে আমায় ভুলে করবি খেলা?
যদি তোর নিশ্বাসে হই প্রণয়মুগ্ধ গন্ধমাখা?
তাওকি বুঝবো রে তোর বুকের মাঝে প্রশ্ন রাখা?
শস্যময়ী সবুজ জীবন সাজাই যদি সুপ্রভাতে?
তাওকি রাখবি কোনো প্রশ্ন লিখে রঙ্গিন খাতে?
যদি লিখি ফাগুন চিঠি বৈশাখী প্রেম কলহস্যে?
তবেকি প্রশ্নচোখে থাকবি চেয়ে কি রহস্যে?
যদি কোন তরঙ্গায়ীত নদী হয়ে তোর স্বভাব কাড়ি?
তাও সেই মোহনাতেও প্রশ্নভেলায় দিবি পাড়ি?
যদি তোর শিরায় শিরায় রক্ত হয়ে বইতে পারি?
তখনি বুঝবো কতো প্রশ্ন বুকে প্রশ্ননারী?