অস্তিত্ব নেই কিসের জন্যে বেঁচে থাকা আর আস্তাকুড়ে ধুলো মেখে শুয়ে থাকা মানুষের ভিড়ে।
সমস্ত যন্ত্রণারা আবেশ আবরণে ধরবে তোমায় ঘিরে ।
এর পরেও কালো মেঘ আলো দেবে, অন্ধকারে মুখ লুকাবে যদি ভাবো কে করেছে ভালোবেসে অপরাধ ।
হ্যা সে সম্পর্ক দ্বিতীয়বারে,জলচোখ, ভিজে যাবে জামা আর বুক  শুধু ছেড়ে দেয়া চেনা দুটো হাত ।
আগেতো বাঁচতে শেখো ভাবতে শেখো আমাকে ভেবে শুধু শুধু কেন জাগো রাত হয়ে জোনাকির দলে ?
জানি অপরাধী তবু ভালোবাসি ইচ্ছে মাখি সেই বুকে একটুখানি কাটাকুটির ছলে ।
স্থায়িত্ব বুঝতে চাই, দাবিহীন সুখ চাই আর চাই নতুন নতুন অবরোধ।
নিজেকে পাল্টাও আর দূরবীনে চোখ রেখে দেখো বেঁচে আছে নির্বোধ ।
আর কি চাই এর পরেও বেঁচে থেকে যাবি।
সত্যিই কি ছিলো তোমাকে পাওয়ার  চেয়ে বড়ো কোনো দাবী?