চেনা রাস্তার পাশে মৃত ঝরা পাতা,
পেনটা পকেটে আছে বুক-rack এ খাতা।
সহসা ইচ্ছে তব কবিতা শুনিতে চাই,
শব্দগুচ্ছ খোঁজে প্রানপন ছুটে যাই।
উদিত ছন্দ এসে উঁকি মারে মগজে,
সময় পেলেতো তবে লিখে ফেলি কাগজে।
তোমার ইচ্ছে যত ছোটো,বড়,মিষ্টি,
পুরা করিবার লাগি অপরূপ সৃষ্টি।
ধ্যানে জ্ঞানে কল্পনা ভোঁতা ভোঁতা হয় হয়,
অচিরে মানস তব সম্মুখে আসিয়া লয়।
ভালো লাগে তোমাকে তুমি উচ্ছল খেয়ালী,
তোমাকে বিড়াল বলি আমি কাঠবেড়ালী।
দুজনে মাখবো রোদ একছাদে জানালায়,
যদি এভাবেই স্বপ্নটা বাস্তব ছোঁয়া পায়।
চেনা রাস্তার পাশে ............ঝরা পাতা,
এটা কবিতা হয়েছে নাকি একেবারে যা..তা॥