ত্রিকোণ প্রেমের স্বপ্ন গগন চুম্বে,
স্মৃতিগুলো আজ সমকামি ইতিহর্ষ।
টোকা দিলে ভেঙ্গে চুরমার প্রতিবিম্বে,
ভালোবাসা দূর শত আলোকবর্ষ ।
মনের প্রলাপ দ্বিধাহীন প্রতিবাদে ,
তুলছে বুকে প্রবল নীরব ঝড় ।
একি তৃপ্তি ত্রিকোণ প্রেমের স্বাদে ?
শান্তিতে আজ অস্ফুটিত স্বর ।
ভালোবাসাতে বাণিজ্য চিরকাল,
বিনিয়োগ যে তুমিই করেছিলে।
মর্মহৃদয় অনুভূতি ক্ষয় করেছি বিশাল,
ধ্বংস চাবি অধিকারে তাই ছিনিয়ে নিলে।
কল্পনারা নীলসকালের তারা খোঁজে অভ্যাসে ,
শিউলি শিশির ধূসর স্বপ্ন তুমি ।
বেদনাকে বলি কেঁদোনা আমার পাশে ,
কাটাবো জীবন জড়িয়ে জন্মভূমি ।