আমার যত বুকভরা সুখ আর ওঠেনা জেগে,
আলোকময়ী প্রেমের মায়া ঢাকলে কালো মেঘে।
হয়তো ছিলো দোষগুন সে নাইবা হলো খোঁজা,
হারজিত এই দ্বন্দ আড়ালে জীবন অনেক সোজা।
এখন আমার কলম চলে তোমার অভিমানে,
আচ্ছা!তোমায় আমার থেকে কেইবা বেশী জানে ?
প্রাত্যহিকের অধিক সময় ব্যস্ত আমি কৃত্য মাঝে,
দিনের শেষে তোমায় খুঁজি কর্তব্যের ভাঁজে ভাঁজে।
কোথায় তুমি?ওগো কোথায় তুমি থাকো?
রঙ্গিন যত স্বপ্ন বুনে পর্দা কেন ঢাকো?
অনেক হলো বুঝলে?এবার উষ্ম হওয়া ছাড়ো,
অপেক্ষাতে দেখি আবার কবে হৃদয় কাড়ো।