ভয় পেলে যে পিছিয়ে যাবে,
সুযোগটা কি আবার পাবে?
লড়ে দেখানোর সাহসটুকু রেখো।
জীবন যদি গাছের ছায়া হয়,
আঙ্গুল ডগায় ঘুড়ির সুতো নয়
স্বপ্ন বুকে এগিয়ে চলো পশ্চাদে না দেখো।
দৃষ্টিকোণে থাকবে চেয়ে আশা,
ভয় করে কি হয়গো ভালোবাসা ?
শংকা তোমায় অন্ধকারে টানে,
অস্পষ্ট চোখটা ভাসা ভাসা,
নিস্প্রভ এক জলন্ত অভিলাষা
তোমাকেই শুধু তোমার তুমিটা জানে।
ভয় যদি হয় সহজ পিছুটান,
ভয় দিয়ে হোক বিশ্বজ্বয়ের গান॥