স্বপ্নটার টুকরো রেখে পালাতে হয়েছি বাধ্য
এখন আর এনে দেয় কে, কার আছে সাধ্য
বিদ্যুৎবিহীন টিউব লাইটের সন্ধ্যায়
আটকে গেছে সে বুলির বারান্দায়


সূর্যলোক বিদায়ে আবারো সে সন্ধ্যা
নিরব তখনো ঝ্বলকালো অতীত বারান্দা
খোঁজ নিতে নতুন টর্চের আলোয়
খানিকটা তার জমে গেল ঘন কালোয়
বাকি ফের আটকালো বুলির বারান্দায়


চেষ্টা ভেঙ্গে শতবার শত টুকরো স্বপ্ন
অবহেলা ভেবে ফেলে রাখে সব যত্ন
খোঁজ নিতে যাই আবারো নিকশ কালোয়
অপরিবর্তন শত টুকরোর আলোয়
এবার সবটুকুই গেলো বুলির বারান্দায়


আশাতীত মনে বেধে আবারো বাসা
হেসে ফিরলাম হারিয়ে ভালোবাসা
যাবো না ফিরে খুঁজতে টুকরোময়
যেটুকু বাকী আঁখড়ে বাঁচি ভালোয়
শেষবেলা না তাকায়ে বুলির বারান্দায়