আমারে নিয়া জগতের চিন্তার নাই শ্যাষ
আমি জগতরে কি আর দিলাম,
অবশ্য নেইও নাই বেশি কিছু ;
আমি আবার বাকি রাখি না,
কিন্তু নিজের মধ্যে ফাকি রাখি


নিজেরে ফাকি দেই তাই প্রকৃতি
আমার হইয়া লড়ে,  
আর যারা আমারে ভাইঙ্গা গড়ে;
প্রকৃতি তার নিজের নিয়মে তাগোরে
বিকাল রাত্রে ভরে,
সকালটা আমারে ফেভার করে না শুধু।


চারিদিকে বাতাসের মধ্যে
আমি স্থবির হইয়া বইসা আছি;
উইড়া যাওয়ার ভাও নাই,
মনের মইধ্যে কিলবিল হওয়া দুশ্চিন্তাগুলা
অন্তত উইড়া যাক,


আমারে ছাইড়া যায় না,
আমারে পাইতে চায়,
আমারে পাওয়া কি এতো সোজা,
নাকি কঠিন না।


সে যাই হোক,
আমি উইড়া যাইতে চাই
হয় সাত তবকে আসমানে
বা, এমিরেটস এ,
এই এলাকার বাতাসের প্রতি মায়া জন্মাইসে,
মায়া জন্মাইলে মায়া আমারে খায়া দেয়।


তাই মায়ারে ভয় হয়
কখন খায়া দেয়।


একলা কথার কবিতা -০১
২৩/৭/২১ ;১০ঃ১৯, ডর্মেটরির সামনের বেঞ্চে