বদ্ধ পাখি ডানা ঝাপটায়
মুক্তি চায়,যুক্তি চায় না;
সুক্তি চায়!
কবিতার পঙক্তি হয়ে
ঝরে যেতে চায়;


নিজেকে পাখি কুড়ে কুড়ে খায়
কি অসম্ভব দায়!
বাচার আকুতি-নিরুপায়-অসহায়;


বদ্ধ পাখির
উড়তে মানা,জুড়তে মানা মায়ায়;
শুধুই হেটে চলা শিকলবন্দী হয়ে,
নিজের ছায়ায়……