ঐ চুল এলোকেশ,
লাগে বেশ


আমি আছি তোমাতে
মিলেমিশে-একাকার;
চারিদিকে তুমি তুমি
তোমার শব্দ শুনি
তোমার বিহনে ভূতি হাহাকার।


এই ব্রীজ,  এই পথ
জড়োসড়ো কাদা দিয়ে মাখামাখি
সহজ গ্রাম্য খুবই সাধারন,
তুমি এসে পাশে বসে
বাতাসে ছন্দ দিয়ে
কি জানি কি করে দিয়ে,
চারিপাশে হয় যেন ঝংকার।


চারিদিকে তপ্ততা
গাড়ি বাড়ি ছোটাছুটি ;
ব্যাস্ততাও  আজ যেন ব্যাস্ত,
হঠাত পাশে  তুমি,
চারিদিকে তুমি তুমি
সব কিছু থেমে গিয়ে
তোমাতে সব এসে স্তব্ধ।


তোমার ঘোরে থাকি;
প্রার্থনা করে বাচি;
এ ঘোর না কাটুক আমৃত্যু;


আমি খুব করে চাই
কোন এক নদ হই,
তুমি হও যেন বারি সিন্ধু,
যেখানে আমি এসে
হাজার পথ ক্লান্তি শেষে
মিলেমিশে হয়ে যাই একাকার,


শুধু যেন মনে হয়,
চারিদিকে তুমি তুমি
তোমার শব্দ শুনি
তোমার বিহনে ভূতি হাহাকার...