পথে পথে হাঁটুক না স্বপ্নের ফেরিওয়ালারা
স্বপ্ন বেঁচে ভাত খাক নিম্ন মধ্যবিত্তরা
ওপরতলার পুঁজিবাদ টিকে থাকুক অনন্তকাল।


শিল্প সাহিত্যে এখন চকমকে কর্পোরেট খোলস
বেদে বাউলদের এখন টাই পরার দিন।


সেদিন ঝালমুড়িওয়ালার কাগজে ঠোঙ্গায় দেখি
তরুন কবির কবিতা, "ভাল থেকো প্রিয়তম"
সে তরুন কবি এখন জয়পুরহাট শহরে  রিক্সা চালায়।