কোথায় প্রতিবাদ করব?
প্রতিবাদের প্রতিধ্বনি কোন একটা দেয়ালে গিয়ে ঠেকতে হয়, যা তার উৎকৃষ্ট আশ্রয়।
এখন আর কোন দেয়াল‌ই মজবুত নেই
অসময়ের করাল গ্রাসে ধ্বসে গেছে শিল্প
সমেত তাবত মহিমান্বিত স্থাপত্য।


সুশিক্ষা, ন্যায়, সুবিচার, সাম্য উধাও খড়ের
চালের মতো মানুষের সমাজ থেকে,
প্রিয় পৃথিবী ভুগছে পোয়াতি নারীর মতো
ধর্ষণের চিহ্ন পেটে নিয়ে।


মানুষ মহামানবের সাইনবোর্ড দেখিয়ে
দেখিয়ে চুষতে মানুষের মজ্জা, কলিজা আর করোটি, হাতির দাঁতের মতো চর্বন
প্রিয় মানুষ পাল্টে ফেলছে চরিত্র, ছক কষে
কষে বাড়াচ্ছে নীল তিমির লোভ।


নীতি ধর্ম রাজনীতি বেচে খাচ্ছে ভদ্রবেশী ভল্লুক, শ্বাপদ শিয়ালই এখন সভ্যতার পুরোহিত, মানুষ আর খরগোশের পার্থক্য গড়ে মেকি মিডিয়ার মুখোশ।



২১ অগাস্ট ২০২১