নিঃসঙ্গ ক্যারাভ্যানে দেখছি পাহাড় কেমন ছোটে
নদীর পানে, বৃষ্টি ঝর্ণা ভিনদেশী সুখ


তারাদের গল্পশুনি, দুঃখগুলো জোনাকি হয়ে
উড়ে বেড়ায় আঁধারে আঁধারে


বারান্দায় জানালায় হেঁটে বেড়ায় সুগন্ধি ফুল
প্রজাপতি লিখে রাখে, কে মিথ্যুক আর কার অসুখ?


জীবনের ঝিনুকে জমে না মুক্তো, আলোর চুম্বন
বৃথা যায়, অবহেলার দোষ দিয়ে মুছি কপাল



প্রকৃতি ঘর বোঝে না, মৃত্যু স্বাক্ষী রেখে
ডুবে যায় দু'চোখের দিন, পাড় করি অসুখের সাঁকো


কে জানে কী অভিশাপে বৃক্ষের এ অচল জীবন! আয়ুর তবজিতে পাল্টে কেবল রাত আর দিন



১৩ মে ২০২২