ছুঁতে চাইলে ছুঁতে পাই না এ কেমন অভিশাপ
হাত আছে, আগুন আছে তবুও জ্বলছে না
কাঙ্ক্ষিত কবোষ্ণ মোমবাতি,
পুরাণ পুড়ুক মধ্য আকাশে আমি জলের
লোভে হব না চাতক।


আঁধার আলো খেলা চলে ভেতরে আমার,
আঁধারে শরীর  অদৃশ্য হয়ে যায়, আলোতে  
অবিরাম ট্রেন ভ্রমণ। নির্বোধ নীহারিকারা
আলো আলো করে মরে যায়,  উঠানে দেখি
আলোর গা বেয়ে নামে আঁধার।


ক‌ই সেই সাজানো বাগান? যেখানে গোলাপ
রেখেছিলাম সেখানে বাড়ছে অযত্নের ভাটফুল;
রজনীগন্ধা চন্দ্রমল্লিকা লুকিয়ে লুকিয়ে বাঁচছে।
বিশ্বযুদ্ধ না গৃহযুদ্ধ কোনটা বড় এ মিথ্যা
বিতর্কে কেটে যাচ্ছে সময়।


আনুষ্ঠানিক মৃত্যুদণ্ড চাই না, দৈবাৎ মৃত্যুর
অনুৎসবে আত্ম উৎসর্গের আনন্দ হোক।
নরকের নিষিদ্ধ পল্লীর কৃষ্ণ চূড়ার দিব্বি
আমি ফের জন্মে নাগরিক সুখের বিনিময়ে
কিনব তোমার প্রিয় নিম্নাঙ্গের গহনা।


৩ অক্টোবর ২০২১