রাত পোহালেই ভেতরের আমি শরীরটাকে নিয়ে যাই ঘুম পর্যন্ত দায়িত্ববানদের মতো।
এই আমিই জীবন থেকে মরণ পর্যন্ত দেহকে বয়ে নিয়ে চলি ঠিক দায়িত্ববানদের মতো।


শৈশব থেকে বেড়ে উঠি সমস্ত কোলাহল খুন করে, যৌবনের মৌলিক প্রেম একরাশ নিস্তব্ধতা মাঝে নিঃশব্দে হারিয়ে যায়।
বার্ধক্যের বলিরেখায় সময়ের পরাজয় ও স্মৃতির টাইমলাইন দেখা এই আমি হারিয়ে ফেলি আমার ঠিকানা চির দিনের জন্য, ঠিক দায়িত্ববানদের মতোই।