চোখে আঁধার জমে জমে, বুকের ঘরে
রাত গলে। অন্ধকার বন্দী হলে, আমি
ডুবি অতলে।


রাত গোপন ঠিকানা হলে দিনের শরীর
মুখ ফিরায়। আঁধারের সাথে সঙ্গ হলে
রাত‌ই তখন মায়াময়।


স্বপ্নের দেহ ভস্ম হয়, বুক পুড়ে যায়
তৃষ্ণায়। অন্ধচোখ বন্ধ হলে দিনের লোভে
রাত কাটায়।


জলে জ্বলে ফুলের ছবি, আমি আলো
মিথ্যে হ‌ই, নিজের কাছে পালাতে গিয়ে
কারো কাছে বন্দী রই।




১৬ জুন ২০২২