একটা নদী লিখে দাও, আমি ঢেউ জন্মাবো
বুকের বিদ্যুতে, হৃদয়ে জোয়ার এলে খুঁজে
ফিরি মেঘ,
সে ছলনায় গলে পড়ে মাটিতে
আমার যে ভালো লাগে জলের ভাসান।
তোমার মাধুর্যে উড়াল দেয় মেঘের দেশে
আমার পোষা পাখি,
আমি জলে ঠিকানা লিখে রাখি
চাঁদ ডুবে গেলে হারিয়ে যায় সে সজল অক্ষর।


গাঙচিল জন্মে আমি অতিথি হয়েছিলাম
তোমার দ্বীপে, তুমি দেখিয়েছিলে মেঘেদের মিছিল।
তোমার পোষা জোনাকির রাত পছন্দ, তার
আবদারে আমি জ্যোৎস্না হ‌ই।
তুমি না হয় আঁধার হ‌লে, আমি আলো দিয়ে ছুঁয়ে দিব অলিন্দ তোমার
মিলনে তুমি পাবে স্বর্গের ময়ূর।


০২ জুন ২০২২